হৃদয়ের ভাগ্যলিপি
শপথ

হৃদয় চাদরে আঁকা নঁকশী রঙিন,
কল্পনার আল্পনায় নিয়েছি সাজিয়ে,
ভাবনার রঙ তুলি সুঁই সুতা দিয়ে,
অন্তরে লিখছি যার নাম প্রতিদিন।
হিংসা বিদ্ধেষে ঘৃণা তীব্র অপমান,
অবহেলা অনাদারে ব্যথার আঘাত,
হৃদয়ে রক্ষ ক্ষরণ হয় দিন রাত,
এই কি ছিল প্রেমের শ্রেষ্ট প্রতিদান?

চাইলেই সব কিছু হয় না পাওয়া,
বুকের পাঁজর ভাঙ্গে আশা ভালবাসা,
জীবন মরণ নিয়ে খেলা সর্বনাশা,
অহংকারে পতন এ গান গাওয়া।
সত্য সুন্দর হৃদয়ে পুজারী যে জন,
অন্তরে পবিত্র প্রেম ভাগ্যের লিখন।