হৃদয়ের বীণা বাজে বুকের গহীণে,
মনের ময়ুরী নাচে আবেগের তালে,
আপন অস্থিত্ব বন্দি অবিশ্বাসের জালে,
কল্পনার বাস্তবতা প্রেমের কাননে।।
ভাবনার আশা ব্যক্ত আনন্দ তরঙ্গে,
অনুভূতির পরশে অন্তরে পুলক,
দৃষ্টির আড়ালে খুঁজে চোখের পলক,
ভক্তি শ্রদ্ধার আসন মর্যাদার শৃঙ্গে।
জ্ঞান বুদ্ধি বিবেকের জীবনের ধ্যান,
কামনা বাসনা যত মঙ্গল কল্যাণ,
সুখ শান্তি ভালোবাসা প্রেমে অবদান,
প্রতিদানে বিনিময় নেই লেনদেন।
প্রার্থণার আরাধনা মোনাজাতে সদা,
জীবর মরণ সঁপে বাঁচার ওয়াদা।।