হৃদয় স্পন্ধন
শপথ
চাইনা বাঁচিতে আমি ভবে একদিন,
সুন্দর ভূবন মিথ্যে তোমাকে বিহীন,
দুচোখে দেখি তোমায় পৃথিবী রঙিন,
আমার জীবন আয়ু বাড়ে প্রতিদিন।
বুকটা চিড়িয়া যদি দেখ একবার,
ভালবেসে প্রতিচ্ছবি হৃদয়ে তোমার,
দৃষ্টির আড়াল হলে আঁধারে সাঁতার,
বাঁচিবার স্বাধ বুকে বছর হাজার।
অনেক প্রেমে রাঙানো আমার এ মন,
অনন্ত অপেক্ষা তুমি আসবে কখন,
ভালবেসে উৎসর্গ জীবন মরন,
ধন্য করিতে আমায় করনা গ্রহন।
তোমার জন্য কেবল এত আয়োজন
আবেগ অনুভূতির হৃদয় স্পন্ধন।।