হৃদয় জানালা
শপথ

হৃদয় জানালা আজ দখিণা পবনে,
ফাগুন রঙ ছড়ায় বসন্ত আবিরে,
শিউলী মাধবী জাগে মধুর বাসরে,
পূর্ণিমার চাঁদ দেখি উদাস নয়নে।
জানালায় বসে একা আনমনে গায়,
তোমার চরণ ধ্বণি নুপূরের তালে,
কোমল পাঁপড়ি দোলে বাগিচায় ডালে,
কুহেলিকা কুহু সুরে ধরণী নাচায়।

খিড়কি বন্ধ জানালা উঁকি দিয়ে দেখি,
আমার কথা ভাবছো বসে বাতায়নে,
অপলক দৃষ্টি খুঁজে চোখের স্বপণে,
সাজন ফুলে বসন অঙ্গ জুড়ে মাখি।
তুমি আমি জানালার এপাশ ওপাশ,
বিমোহিত প্রেমালাপে ছড়াই সুভাষ।।