যৌবনের ক্ষুধা তৃষ্ণা কামনা বাসনা,
মিলনের আলিঙ্গনে যুবক যুবতি,
অতৃপ্ত পিপাসা মিটে শারিরিক ফুর্তি,
সম্পর্কের গভীরতা সমাপ্তি অজানা।
আধুনিক সভ্যতার সুশীল সমাজ,
অবাধে লিপ্ত জীবন চরিত্র বিনাশ,
অনাকাঙ্খিত সন্তান ডাকে সর্বনাশ,
গর্বভতী কুমারীর ভয় ভীতি লাজ।
অবাঞ্চিত সন্তানের জনক জননী,
যুবকের অস্বীকার কলঙ্কের ডরে,
পাপের দায় সকল যুবতীর ঘাড়ে,
পিতৃহীন নাজায়েজ বদনাম টানি।
ভালোবাসার ফসলে অবজ্ঞার দৃষ্টি,
গর্ভপাতে হত্যাকারী অনাগত সৃষ্টি।