হঠাৎ
শপথ

হঠাৎ চলতে পথে চোখের পলক,
কিছু বলতে বলতে বুকের অতল,
দৃষ্টির সীমায় এসে নজর দখল,
পথ রোধে পা দু'খান ধাঁ ধাঁয় গোলক।
হঠাৎ চোখে চাওয়া ভাবনার গল্প,
তুলছে ঝড় হাওয়া শিহরণ মনে,
অচেনা তবুও চেনা জাগ্রত স্বপনে,
কথার আবেশ প্রাণে পরিচিত অল্প।

হঠাৎ কারো প্রেমের বিণয়ী প্রস্তাব,
ভালবাসা হাতছানি লুকানো ইশারা,
আবেগের অনুভূতি সুখে আত্মহারা,
একলা হারিয়ে দেই নিরব জবাব।
হঠাৎ সম্বিত ফিরে শব্দের ধাক্কায়,
বন্দি করে মনটাকে কে যেন পালায়?