আমাকে নিয়ে ভাবার আছে কি সময়
তুমি স্রষ্টা আমি সৃষ্টি দিতে পরিচয়
কি আমার প্রয়োজন হয়তো বুঝিনা
চাওয়ার যে আনন্দ জাগ্রত বাসনা
তুমি যত নির্ধারন করেছো ভূবনে
সন্তুষ্টির তৃপ্তি নেই অভাব মুছনে
কি চাই কি পাই আমি দায়িত্ব তোমার
ব্যর্থতার পরাজয় করনা স্বীকার
ক্ষুধা তৃষ্ণার যন্ত্রনা কষ্ট অনুভব
দু:খ জ্বালার জীবন বুঝে না যে রব
আপন লজ্জা ঢাকিতে লুকালে গোপন
সৃষ্টি সাজাতে সুন্দর করনি যতন
অবহেলা অনাদরে শ্রেষ্ট কি মানুষ
ভালোবেসে সাড়া দিতে হবে না কি হুশ