হে নামাজী নিত্য তুমি ঈমান আমলে
সত্য মিথ্যা কর্মকান্ডে পাপ পূন্য ফলে
পাক পবিত্র শরীর হারাম হালালে
আয় রোজগারে যদি পথ বেছে নিলৈ
ফরজ ও ওয়াজিব সুন্নত নফল
প্রতিদিন পরিশ্রমে ফলবে ফসল
অন্ন বস্ত্র বাসস্থান সাজানো মহল
ভিতরে বাহিরে তুমি আসল নকল
ইহকাল পরকাল প্রকাশে গোপনে
চিন্তা ভাবনা তোমার সকলে কি জানে
নিতে না দিতে তোমায় পাঠাল ভূবনে
স্রষ্টার সান্নিধ্য পেতে আরাধনা মনে
বিশ্বাস ভক্তির প্রেম পার্থিব জগতে
অস্থির হৃদয়ে বৃথা সেজদা পুজাতে