হে বৈশাখ
শপথ
বৈশাখে ষড়ঋতুর গ্রীষ্ম ধরণীতে,
কালবৈলাখী প্রলয় পাষাণী নিষ্ঠুর,
নির্মম তান্ডব লীলা সর্বনাশী ঝড়,
শান্তির কুটিরে হানা বজ্রের আঘাতে।
আকাশ পাতাল ভেদে লড়াই শক্তির,
প্রকৃতির সাথে কেন দুশমনি করে,
ঘর বাড়ি পশু পাখি ধুমরে মুচরে,
পাহাড় পর্বত নদী ধ্বংসে চৌচির।
হে বৈশাখ স্বাগতম এসো শান্ত শিষ্ট,
আনন্দ চিত্তে মানুষ করিবে বরণ,
প্রকৃতির পরিবেশে নিবিড় বন্ধন,
সম্পর্কের মিত্রতায় আলিঙ্গণ মিষ্ট।
সর্বকালের অতিথী প্রভু নারায়ণ,
বিশ্বের জগতে তুমি হও আগমন।