রাতের আধারে আলো চাদের কিরণ,
দিবালোকে সূর্য রশ্নি তাপ বিতরণ।
মেঘ বৃষ্টি ভূমন্ডলে জল মাটি কাদা,
ফুল ফল প্রকৃতিতে জগত পয়দা।
নভোমন্ডলে সাজানো সপ্ত আসমান,
গ্রহ নক্ষত্র স্থিতিতে গতি চলমান।
জলে স্থলে বর্তমান জীবের বৈচিত্র,
স্রষ্টার সৃষ্টির মাঝে অলৌকিক মিত্র।
হে জগদ্বীশ্বর প্রভু মানব সৃজনে,
উচু নীচু ভেদাবেদ প্রার্থক্য ভূবনে।
ধনী গরীব মানুষে জাত ধর্ম প্রথা,
তবে কি মানুষ সৃষ্টি পৃথিবীতে বৃথা?
সত্য সুন্দর পবিত্র কৃপার মহীমা,
ভুল ভ্রান্তি অপরাধ পাপ কর ক্ষমা।