হে নবীন দুহাজার ১৮
শপথ
অতীতকে ছুড়ে ফেলে সময়ের ভুলে,
এসেছে নতুন বর্ষ তুলে নাও কোলে।
পুরাতন আবর্জনা কষ্ট যত বুকে,
আগামীর আশাগুলো সাজে স্বপ্ন সুখে।
প্রিয়জন হারানোর বিচ্ছেদের ঘ্লানি
নতুনের আগমনে পূর্ণ হবে জানি।
দিন গেলে মাস কেটে প্রতিটি বছর,
জীবনের কাছে দাবী শান্তির চাদর।
স্বাগতম হে নবীন দু'হাজার ১৮,
যৌবনে পদচারণ ঘটেছে তোমার।
দুরন্ত উদ্ম্যামে শক্তি নির্ভিক সাহসী,
অকুতোভয় সৈনিক ভাবে বিশ্ব বাসী।
ভবিষৎ প্রজন্মের সাফল্যের চাবী,
সকল মানব প্রাণে একটাই দাবী।।