হাশর কেয়ামত
শপথ
প্রলয়ে ধ্বংস জানি সুন্দর পৃথিবী,
স্রষ্টার ইচ্ছায় সৃষ্টি সকল বিনাশ,
পাহাড় সাগর নদী বিশাল আকাশ,
পুনরুত্থানে প্রভুর বিচারের দাবী।
আনন্দের খেলাঘর সাজানো বাগান,
বিশ্বলয়ে লুকায়িত খেলছে গোপনে,
স্রষ্টা সৃষ্টি আলিঙ্গন মধুর মিলনে,
নারী পুরুষ সন্ধিতে আদম সন্তান।
পুরুষেরা রতি সুখে করেছে গমণ,
আকর্ষণ প্রাকৃতিক রহস্যের জাল,
আপন অস্থিত্ব রুপ কাল মহাকাল,
প্রলয়ের শেষ চিহ্ন নারীতে ধারণ।
জগত মাঝে হাজির করিল উদর,
বাবা হল কেয়ামত মা হল হাশর।