হৃদয় গগনে তুমি পূর্ণিমার চাঁদ,
অন্তরে জোস্না ছড়ায় নযনের জ্যোতি,
মূল্যবান রত্নাকারে হীরা পান্না মতি,
বাসনা জাগায প্রাণে জীবনের সাধ।
অনুভবে বেঁচে থাকা আকড়ে তোমাকে,
স্বপ্ন সুখের আশায় সাধনে ভজনে,
সর্বদা বিভোর থাকি প্রেমের ভূবনে,
অতৃপ্ত পিয়াসা যেন তৃষ্ণার্তের বুকে।

শক্তি সাহস যোগায় নিষ্পাপ বদন,
অব্যক্ত কথার কলি পাঁপড়ি মেলায়,
ফাল্গুন বসন্ত আসে হেরিলে তোমায়,
নিরব স্পর্শে জাগায় প্রাণের স্পন্ধন।
তোমাতে বিলীন হয়ে নিত্য আরাধনা,
জীবন রচিতে খুঁজি হারানো ঠিকানা।