আসমান যমীনের মালিক মহান,
রবি শশী পরিক্রম যাঁহার হুকুমে,
গগণে অস্ত উদয় পূর্ব ও পশ্চিমে,
দিবস রজণী ঘটে তামাম জাহান।
গতিবেগে গতিরোধে উজান ভাটির,
স্বজ্ঞানে অজ্ঞানে নিত্য মানব জীবন,
সঠিক কক্ষপথের আশ্রয় গ্রহণ,
ভাসিয়ে ডুবাও তরী অতল গভীর।
আমার নামাজ রোজা সকল বাসনা,
দরখাস্ত নতশিরে আবেদন জমা
গোলামী জিন্দেগী চায় ভুল ভ্রান্তি ক্ষমা,
অভিযুক্ত অপরাধী অবাধ্য কামনা।
কুমন্ত্রণা প্ররোচণা অকৃতজ্ঞ আমি
জগতে গোলাম বান্দা পাপের আসামী।।