চিরদিন পাশে রবে ছিল যে কামনা,
চলে যাবে কভু ফেলে করিনি ভাবনা।
আমাকে একলা রেখে বল কার টানে,
তোমার বিরহে জ্বলে অগ্নি শিখা প্রাণে।
ইহলোকে বেঁচে থাকা স্বার্থের জগত,
জীবনে মরণে গাঁথা প্রেমের শপথ।
বিধির নিয়ম ভেঙ্গে চিরঞ্জীব দেশে,
মৃত্যুকে ফিরিয়ে দেব যতবার আসে।
যাবার কথা বলনি রাখিলে গোপন,
ফিরবে কবে আবার করলেনা পণ।
কি কাজের বিড়ম্বনা তাড়া ছিল কিসে,
আমাকে ভুলিয়া গেলে অচেনার বেশে।
টেলিফোন টেলিগ্রাম নেই যে পিয়ন,
থাকবো কি প্রতিক্ষায় আসবে কখন?