বানাল পুতুল যিনি সুন্দর সৃজন,
গড়িয়া মাটির দেহ পিঞ্জিরায় বন্দি,
বাঁধিল প্রেমের ডুরে সুনিপুন ফন্দি,
কোন দিন খেলা ছলে ভাঙ্গবে কখন?
ভাঙ্গা গড়া অবিরত সাজানো জীবন,
কি সুখে দালান কোঠা স্বার্থের কারণে,
রবে নাকি চিরকাল স্বাদের ভূবনে,
কে জানে কারিগরের কি যে চায় মন?
মনের বাসনা যত পুতুলের আশা,
স্রষ্টার কি অভিপ্রায় পারে না বুঝিতে,
আপন ইচ্ছানুযায়ী খেলে দিবা রাতে,
বিভোর মগ্ন জীবন প্রেম ভালোবাসা।
মিছে কেন কাল কাটে বুঝে দুটি আঁখি,
ভাঙ্গিলে পুতুল খেলা সবি হবে ফাঁকি।