ফাগুনে প্রকৃতি হাসে নবীন বসন্তে,
যৌবনের পদার্পণে চিত্তে বিনোদন,
পৃথিবী সাজাতে শুধু মহা আয়োজন,
ফুলে ফলে বৃক্ষ লতা সুন্দর জীয়ন্তে।
কলরবে পশু পাখি মুখোরিত বেশ,
কচি কাঁচা পত্র শাঁখা সজীবতা প্রানে,
নির্মল মৃদু বাতাস খেলছে কাননে,
সৌরভে পাঁপড়ি দোলে শান্ত পরিবেশ।
অপরুপ দৃশ্যগুলি চির মনোহর,
সবুজের সমারোহে বিচিত্র সুন্দর,
মমতার বার্তা নিয়ে ছুঁটে তেপান্তর,
আত্মপ্রেমে মিলেমিশে বেঁধেছে অন্তর।
ষড়ঋতুর রাণীর স্নেহের আঁচল
ফাগুনের রাঙ্গা হাসি বসন্ত উজ্বল।।