ফাগুন বরণ
শপথ

সাজিয়েছে ফুলে ফুলে পৃথবী বাগান,
আনন্দ বিনোদনের চিত্ত জুড়ে ঘ্রাণ।
হাসনা হেনা গোলাপ টগর বকুল,
জুঁই চামেলী জবার সুভাসে আকুল,
কামিনী রজণীগন্ধা পলাশ শিমূল।
মধু খুজে অলিগনে রয়েছে ব্যাকুল,
ভ্রমরা উড়ে বেড়ায় গেয়ে মিষ্টি গান।
পাখিদের কলতানে বাতাসের টান।।

কোকিলের কলগীতি কৃষ্ণচুঁড়া লাল,
বিহুগে মধুর লগ্ন বসন্ত সকাল।
বাঁধন হারা হৃদয় বেজে উঠে গানে,
নবীন আনন্দে সুর গাঁথিলাম প্রাণে।
হলুদ বর্ণে প্রকৃতি উতলা যৌবন,
পত্র মঞ্জুরী শাঁখায় ফাগুন বরণ।।।