এলোমেলো ইচ্ছে যত
শপথ

অন্তরে কে তুমি সখি দিবা নিশি বসে,
কোন রুপের নেশায়  অপলক চোখে,
দৃষ্টিপাতে আনমনা কথা নেই মুখে,
মুখোরিত কলরবে মেতে ভালবেসে।
ক্ষণিক জ্বালাও আলো ক্ষণিক আঁধার,
আলো ছায়া লুকোচুরি খেলা অবিরত,
ক্ষণিক আপন ভেবে হলে পরিচিত,
এলো মেলো ইচ্ছে যত অব্যক্ত তোমার।।

ভাল লাগা মানুষের হৃদয়ে নিবাস,
আবার পরিচিতির নতুন আশায়,
হারিয়ে অপরিচিত রুপ ছলনায়,
চেনা জানা হলে জানি সেথা হয় চাষ।
মিষ্টি সুরে কথা হয় মন টেলিফোনে,
ভাবনার আশাগুলো সাজাতে যতনে।।