ঈদ- ই - মিলাদুন নবী
আজ আনন্দে গাহিয়া নাচিল ধরণী,
পশু পাখি তরুলতা চন্দ্র সূর্য তারা,
খুশির জোয়ারে ভেসে হল আত্মহারা,
মুহাম্মদ মুহাম্মদ শুভেচ্ছার ধ্বনি।
মানুষের রুপ ধরে নামিল ধরায়,
রহমতে পরিপূর্ণ তামাম জাহান,
আরবের মরু প্রান্তে সাজালো বাগান,
ফুলগুলো দোলে দোলে সৌরভ ছড়ায়।
মুক্তির চির সনদ শাহাদাত বাণী,
বিশ্বের শান্তির দূত নবী মুহাম্মদ,
মানব জাতির তরে অমূল্য সম্পদ,
অন্ধকারে আলোকিত নূরের রৌশনী।
ইসলামের পতাকা তৌহিদী নিশান,
মুমিন মুসলমানে অন্তরে ঈমান।