আকাশে উদিত চাঁদ রমজান শেষে,
ঈদুল ফিতর আজ মুসলিম খুশি,
ঈদগাহে কোলাকোলি পাড়া প্রতিবেশী,
ইসলামী সমাবেশ শাওয়াল মাসে।
মান অহংকার ভুলে ধনী ও গরীব,
নতুন জামা কাপড় পরিধান সবে,
ফিরনি সেমাই খেতে মাতি কলরবে,
পোলাও কোরমা হল সুখের নসীব।
দারিদ্র সীমার নীচে বসবাস যত,
অভাবে ক্ষুধার্ত আজ পুত্র কন্যা নিয়ে,
মহান দয়ালু হয়ে তাদের বিলিয়ে,
শান্তির হাসি আনন্দে হোক মুখোরিত।
ঈদের দিনে একটু ভাগাভাগি সুখ,
কাছে গিয়ে মুছে দেই জনমের দুঃখ।