পৃথিবীর যে খানেই ফেলেছো চরণ,
পদচিহ্ন করেছিলে হৃদয়ে ধারণ,
অঙ্কিত পথ রেখায় সুখের ভূবন,
আজোও সেই স্মৃতিতে করি বিচরণ।
অজানা পথের বাঁকে ব্যথিত গুরত্ব,
অচেনা ঠিকানা খুঁজে গন্তব্যের অন্ত,
দিক বিদিক হারিয়ে জীবনের প্রান্ত,
মিলনের সীমা রেখা বাড়িল দুরত্ব।
সময়ের ব্যবধানে দুটানা পথিক,
নিমিষেই ভুল করে নির্ণয়ে সঠিক,
চোখের পলক সেতো দৃষ্টির নাবিক,
অনুভুতি কাছে পায় অন্তরে অধিক।
পাশাপাশি এক রথে সদা অনুগামী,
বুকের গহীণে তুমি সন্নিকটে আমি।