দয়াল, তুমি আমার মন মহাজন,
সুখে দুঃখে হাসি কান্না সদয়ে নির্দয়,
রাখ মার কৃপা কর প্রভু দয়াময়,
কাছে দূরে সঙ্গে রাখ একান্ত আপন।
দয়াল, আমি তোমার গোপন প্রকাশ,
আকার সাকার সব রুপের সুরুত,
পৃথিবীতে সৃষ্টি যত অজুত নিযুত,
দৃশ্যে অদৃশ্যে বিরাজ অস্তিত্ব বিকাশ।
ওগো প্রভু সৃষ্টিকর্তা অনন্ত অসীম,
পালনে উদ্ধারে তুমি মালিক মহান,
জগত জুড়ে দয়াল সর্বশক্তিমান,
রহমানুর রহিম বিচারে হাকীম।
নতশিরে অনুগত কৃতজ্ঞতা প্রাণে,
সেজদা ভক্তির পুজা আরতির গানে।