দুটানা
শপথ

অমোঘ আকর্ষণের শিকলে জড়িয়ে,
পদযুগল আটকে দাড়ায় থমকে,
কি রুপ হেরে নয়ন উঠিল চমকে,
অদৃশ্য বন্ধনে টেনে দুহাত বাড়িয়ে।
বন্দি খাঁচার ভিতর ছটফট করি,
পুষ মানিলাম শেষে অস্থিত্বে বিলায়ে,
আদর যত্নের আশা তৃষ্ণার্ত হৃদয়ে,
অমৃতের সুধা পাব যাই যদি মরি।

গাঁথিয়া অন্তর ডুরে লজ্জার ঘৃণায়,
লোক নিন্দা সমাজের কলঙ্কের ডরে,
রাখিয়া দিয়াছো মোরে দূরে বহুদূরে,
না আসিতে না যাইতে পড়ে দুটানায়।
আর কতদিন বল এভাবে কাটাবে,
ভালবাসার বন্ধনে কখন বাঁধিবে।।।