জনম জনম গেল পথ চাহি আশা,
নিরাশার মরিচিকা আলেয়ার ধোকা,
তৃষিত মরুর বুকে মুসাফির একা,
তৃপ্তির শীতল জলে মিটেনি পিপাসা।
বরষ বরষ কাঁদে অভাগা চাতক,
আসে যায় প্রকৃতিতে পৃথিবীর তরে,
উষ্ণ ছাতিতে প্লাবন নয়ন জোয়ারে,
তৃষ্ণার অনলে চিতা প্রাণের ঘাতক।
জীবন মরণ বাঁকে গতিহীন নদী,
অতল সাগরে ডুবে ভরসার তরী,
জেগে উঠা বালুচরে ক্লান্ত পথচারী,
তীরের সন্ধানে মাঝি বাঁচে নিরবধি।
চারিদিকে হতাশার বাঁধে খেলাঘর,
ক্ষণস্থায়ী চিরন্তণ ধূসর বাসর।