পিরিতি শিখালি বন্ধু করিতে আপন,
চিন্তা চেতনা আমার করিলি হরণ।
ভুলিতে সাজিয়ে দিলি সুন্দর ভূবন,
খুঁজিতে আকুল প্রাণে রইলি গোপন।
আড়ালে থাকিয়া তুই ছলনা করিতে,
দেখা সাক্ষাত দুজনে নিষেধ জগতে।
বিচ্ছেদে বিরহ জ্বালা হাসিলি কাঁদাতে,
অস্থির জীবন কাটে মিলন আশাতে।
দেখিতে বাসনা জাগে দুনয়ন ভরে,
ঈশ্বর আল্লাহ হরি ভগবান তোরে।
সেজদা পূজা অর্চণা আরাধনা করে,
ডাকিলে সাড়াতে ফাঁকি মহাজন দূরে।
প্রেমের লীলা খেলায় মান অভিমান,
বিশ্বাসে মানুষ পায় ধোকা প্রতিদান।।