দিলের খবর
শপথ

ওগো প্রভু জান তুমি দিলের খবর,
কে ডাকে হৃদয় দিয়ে নিত্য বসে একা,
কে করেছে প্রতারণা মিছে দিল ধোকা,
তোমারি প্রার্থণা বুকে দেখনা অন্তর।
রহমানুর রাহিম হে অন্তর যামী,
আমার মনে সর্বদা তুমি বিরাজিত,
আত্মার আত্মীয় জানি ভাবি অবিরত,
প্রকাশ্যে গোপনে যত ভুল করি আমি।

দাও হে করুণাময় দয়ালু মহান,
সঠিক সরল পথে আমাকে পৌছায়,
কুলুষিত কলঙ্কিত পাপের ক্ষমায়,
প্রার্থণায় তুলি হাত চাইছি কল্যাণ।
অন্তরে বাহিরে খুজি গাই গুন গান,
তোমার সমীপে প্রভু আশ্রয় সন্ধান।।