দিদ্বা
শপথ
হৃদয়ের সব কথা হয়না প্রকাশ,
ভালবাসি এ কথাটি বলিতে ব্যকুল,
অস্থির প্রাণ চঞ্চল সর্বদা আকুল,
কিছু কথা বুঝে নিলে জন্মে কি বিশ্বাস?
আমি যারে ভালবাসি সে বাসে না মোরে,
তৃষিত নয়ন সদা নিত্য যার পানে,
সে যেন দুর্লভ চাঁদ মনের গগণে,
হৃদ আকাশে উদিত দূর বহদূরে।
তবুও বলতে ইচ্ছে যত্নে হাতে নিয়ে,
হৃদয়ের ভাঙ্গা ঘরে পূর্ণিমার আলো,
আমার জীবনে সব আঁধার পালালো,
অন্ধকারে রবি শশী প্রজ্জোলিত হয়ে।
মন ছুটে সারাক্ষণ দিদ্বা দন্ধে আশা,
এরি নাম হয় কি গো প্রেম ভালবাসা?