দমের ঘরে খেলছে প্রভু দয়াময়,
আসে যায় সঙ্গোপনে জীবের অন্তরে,
নাসিকায় চুপিসারে গুপ্ত পথ ধরে,
নিগূঢ় তত্তের মাঝে এ জগতময়।
সাধক প্রবেশ করে ত্রিভূবন জয়,
বিশ্ব বহ্মান্ড অধীন দমের সাধনে,
জ্ঞানী গুণী ঋষি মুণি সফল অর্জনে,
বড় আজব জীবন কি রহস্যময় !
স্রষ্টা বিরাজ সৃষ্টিতে কুদরতি খেলা,
বাঁচিতে টানিল দম নিঃস্বাসে ভিতরে,
ছাড়িয়া আবার নিল বন্ধ হলে মরে,
মহাশক্তি পরাজিত মানুষের লীলা।
দুহাতে যায় না ধরা আটকাতে দম,
অদৃশ্য অস্তিত্বহীন কিসে বেশকম??