দেখা হতে পারে ফির বিশ্বাস অটল,
বিধাতার দরবারে প্রাণের আরতি,
দিবানিশি আরাধনা আকুল মিনতি,
দয়ার মহিমা আশা বুকে অবিচল।
হতাশে নিরাশ নই স্রষ্টার করুণা,
এক নজর দেখিতে যাহার বদন,
নিত্য ফরিয়াদ যাচে উচাটনে মন,
মরণ না হয় যেন সর্বদা প্রার্থণা।
অন্তরে দৃঢ় প্রত্যয় তৃষিত নয়ন,
আঁখি নীড়ে স্বপ্ন ভাসে অনন্ত অপেক্ষা,
অতৃপ্ত পিপাসা ঠোটে জীবন প্রতীক্ষা,
বৃষ্টির বর্ষণ চায় চাতক যেমন।
রুপ হেরে অন্বেষণ আয়নায় চোখ,
বিরহ যাতনা ঘুচি জীবনের দুঃখ।