দেহ ঘড়ি চাবি দিল, কোন কারিঘর?
এই চলে, এই থামে -জীবনের কাটা,
অতিক্রান্ত বয়সের, নেই -কোন খোটা,
সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন রাত ভর।
সময়ের অবকাশ, অবিরাম গতি,
অচল সচল ঘড়ি, সুনিপুন তৈরি,
দূর্বল, শক্তিশালীর, লাগেনা ব্যাটারি,
টিক টিক নিঃশ্বাসের, জ্বলে নিভে বাতি।
সর্বদা অনুসন্ধানে, দেহ ঘড়ি খুঁজে,
গোপন তালা খোলার চাবি যদি মিলে,
কারিঘরে লুকায়িত, আছে কোন স্থলে?
তিন কাঁটা বারো দাগ, চৌদ্দ তলা ভাঁজে।
আজব সংযোগে ঘড়ি, ছয় তার বলে,
পরিবর্তণ ঘটিয়ে দিবা নিশি চলে।।