ছোট ছোট
শপথ
ছোট ছোট কথাগুলো হাসি কান্না বোধে,
আনন্দ বেদনা গাঁথা লুকায়িত থাকে,
অধিকার কর্তব্যের অভিযোগ বুকে,
বন্ধু দুশমনে দন্ধ সংঘর্ষ ক্রোধে।
ফাগুনে আগুন জ্বালে সম্পর্ক দহন,
বিশ্বাসের অবিশ্বাসে অভিমানে ভুল,
অনুরাগে ছিঁড়ে ফেলে ভবিষৎ মূল,
ভবিষৎ বর্তমান অতীত জীবন।।
ছোট থেকে বড় হয় প্রকৃতির নীতি,
সাবধানে যত্ন নিবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজে,
ভাল মন্দ নির্ধারণে দোষ ত্রুটি খুঁজে,
সুন্দর পৃথিবী গড়ে সঠিক পদ্ধতি।
ছোটদের কর স্নেহ আদরে শাসন,
ওরা শ্রেষ্ট কারিঘর সৃজনে নতুন।।।