(২০১৮ সাল বিদায় বেলা সকলের নিকট রেখে যেতে চাই)
সময় হয়েছে আজ চলে যাব আমি,
বিদায়ের ক্ষণে শুধু ক্ষমা কর মোরে,
ব্যর্থতার পরাজয় জানি অনাদরে,
অহেতুক দোষারোপে ফেরারী আসামী।
গতিহীন পথচলা অভ্যাস আমার,
কারো জন্য অপেক্ষার হয়নি সময়,
অবহেলায় কাটানো দিন অপচয়,
দু:খ কষ্টের জীবন নিত্য ভাগিদার।
স্মৃতির পাতায় জানি অতিতের কথা,
আসবে স্বরণে শুধু শিক্ষা আলোচনা,
ভালো মন্দ উপদেশে প্রতিটি ঘটনা,
সুফল পাবে নিশ্চিত না পাওয়া ব্যথা।
অভিমান ভুলে যাও যত অভিযোগ,
ফিরিতে নতুন করে হবে না সুযোগ।