নয়নের পাতা দুটি ভেজা কেন জলে?
বেদনার কলি ফুটে শুকনো মলিন,
কোমল পাঁপড়ি দোলে সুভাষ বিলীন,
কত কি রয়েছে লেখা চোখের কাজলে?
কি আঘাত সয়ে বুকে আঁখি নীড় ভাসে?
বিরহ ব্যথার জ্বালা অশ্রু দিয়ে মুছে,
নিশীথ যামিনী জেগে কাঁদে শুধু মিছে,
তন্দ্রাহারা নিদ ছলে স্মৃতি ভালোবাসে।
শরমের বাঁধ ভেঙ্গে দাও ভালোবাসা,
বিঁধানো বুকের কাঁটা যন্ত্রণা বিষম,
উপশমে আমি হব শান্তির মলম,
পরম সুখের মধু মিটাতে পিপাসা।
চোখের কাজলে একে সুখের স্বপন,
ভূবনে স্বর্গ রচিতে সাজাবো জীবন।