তোমার চোখের মাঝে হারিয়ে নিজেকে,
পাইনা কোথাও খুজে নয়নে স্বপন,
বুকের অতলে ডুবে রয়েছি গোপন,
দিবস রজণী কাটে ভাবিতে আমাকে ।
আখিতে কাজল রেখা পড়েনা পলক,
দৃষ্টির আড়ালে যেন বেদনা রঙিন,
ছলনার ইশারাতে পাপড়ি মলিন,
অজান্তে হৃদয়ে মেলে সুখের পালক।
শরমে চোখের মণি কালিতে লুকায়,
ভেজা চোখে অশ্রুধারা দু:খের সাগরে,
টলমল জল যেন মুক্তদানা ঝরে,
প্রকাশে মনের কথা নিরব ভাষায়।
অতৃপ্ত তৃষ্ণা মিটাতে শরাব না মধু,
চোখে চোখ রেখে তুমি করিলে কি যাদু?