চৈতালী চাঁদনী রাতে
শপথ

চৈতালী চাঁদনী রাতে মধুর স্বপন,
নিদ্রাভঙ্গে নিশি জাগি সুখের আশায়,
পূর্ণিমার জোছনায় মিলন মেলায়,
পিয়াসী বাসনা জাগে বুকের গহণ।
তিমির আঁধার কাটে চাঁদনী তিথীতে,
দখিণা সমীরণের শীতল পরশ,
সবুজ বন ভূমিতে আনন্দ উরশ,
কাটেনি আধাঁর ছায়া হৃদয়ে আলোতে।

নব মালতির কলি ফোটে আঁখি মেলে,
চম্পা বেলী কৃষ্ণচুঁড়া পুষ্পবনে ফোটা,
আমার হৃদয়ে বিঁধে গোলাপের কাঁটা,
উত্তপ্ত ছাতি চৌচির ভাসে অশ্রু জলে।
প্রকৃতির হাসি খুশি আলোর দেয়ালী,
আমার বিরহ জ্বালা কি করে যে ভুলি?