তুমি বিনা শূন্য যত জীবন আঁধার,
বাঁচি কি করে বাঁচিগো তোমাকে বিহীন,
স্বপ্ন সাধনায় তুমি বুকের গহীণ,
চাওয়া পাওয়া যত সকল আশার।
হৃদয়ে মঞ্জিল গড়ে সাজিয়ে যতনে,
তোমার আসন খানি রেখেছি অতল,
সত্ত ত্যাগে মালিকানা দিয়েছি দখল,
অনুগত এই আমি অধীন ভূবনে।
ও আমার চির সাথী জীবন মরণ,
তোমাতে সপে দিলাম প্রাণের আকুতি,
একা ফেলে যেওনাগো জানাই মিনতি,
বিশ্বাসে নিঃশ্বাসে তুমি আমার আপন।
ভুল বুঝে অভিমানে দিওনা যে ব্যথা,
কত ভালোবাসি আমি জান কি সে কথা?