জন্ম সত্য মৃত্যু সত্য আরো সত্য তুমি,
প্রেম সত্য স্বপ্ন সত্য জীবনের আশা,
শুরু সত্য শেষ সত্য সত্য ভালোবাসা,
এই সত্য বুকে নিয়ে পৃথিবীতে আমি।
সৃষ্টি সত্য স্রষ্টা সত্য আত্মা পরমাত্মা,
মোহ মায়া মনে প্রাণে সুন্দর ভূবনে,
ভোগে মত্ত স্বার্থ ত্যাগে লাভ লোকসানে,
পাপ সত্য পূণ্য সত্য ভাগ্যলিপি গাঁথা।
চন্দ্র সূর্য্য দিবা নিশি আলো অন্ধকার,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে ভিখারী নবাব,
আকাশ পাতাল ঘিরে রয়েছে অভাব,
প্রাপ্তি সত্য তৃপ্তি সত্য নিত্য চাহিদার।
বিশ্বাসে নিঃশ্বাসে সত্য চাহিদা জৈবিক,
সুখ সত্য দুঃখ সত্য মিলনে দৈহিক।