ফাল্গুনের অগ্নিঝরা মাতাল হাওয়া,
অপরুপ প্রকৃতির বসন্ত বাহার,
যৌবনের শিহরণে সুখের জোয়ার,
মনের গহীণ বনে উদাসী যাওয়া।
বৃক্ষশাঁখে কচি কাঁচা পল্লবী মুকুল,
কোমল পাঁপড়ি মেলে ঘুম থেকে জেগে,
লজ্জায় ফুলকুমারী হাসে অনুরাগে,
দোলছে কাননে ফোটে অভিমানী ফুল।
কোকিলের কুহুগানে মুখোরিত প্রাণ,
হৃদয়ের আঙ্গিণায় জমাট মৌচাক,
গুনগুন করে অলি সর্বদা সজাগ,
সযত্নে হুল বিঁধিয়ে মধুর সন্ধান।
চঞ্চল হরিণী একা পথ খুঁজে ফিরে,
গন্তব্য ঠিকানা ভুলে চলে যায় দূরে।