বুকের ভিতরে তুমি বান্দ প্রেমে ঘর,
মনের তাজমহল ক্ষুদাই পাথরে,
তোমারি নাম যতনে লিখেছি অন্তরে,
আমার জীবনে প্রিয়া তুমি কোহিনুর।
হৃদয়ের বৃন্দাবনে বসন্ত ফাগুন,
সবুজ প্রকৃতি তুমি সাজে ফুলে ফলে,
কঠিন মরু সাহারা সজীব শীতলে,
ক্লান্তির বিশ্রামে শান্তি সুখের ভূবন।
পূর্ণিমার চাঁদ তুমি জোস্না বিতরণে,
আঁধারে আলোর দিশা নিত্য ছায়া পাশে,
অভিষারে সঙ্গী সাথী তুমি ভালোবেসে,
প্রাণের সঞ্চার দেহে ঘটে বিচরণে।
স্বর্গের সোপানে হাটি দৃষ্টি রাখি পাতা,
তুমি ছাড়া এ জীবন বেঁচে থাকা বৃথা।