কল্পনার বাস্তবতা স্বপ্নের জীবন,
অবান্তর ভাবনার রচিত কাহিনি,
সময়ের অপচয় দিবস রজণী,
পৃথিবীতে প্রয়োজন চাহিদা পূরণ।
অকারণে গবেষণা অযথা ব্যকুল,
সাফল্যের চাবিকাঠি স্বার্থের সন্ধান,
অন্ধকারে বিনিয়োগ ভবিষ্য চালান,
প্রতিভার পরাজয় ভুলের মাশুল।
আবেগের প্রবনতা বিবেকে আধার,
ভালোবাসা প্রতারণা বিশ্বাসী স্বভাব,
শত্রুমিত্র পরিচয় জ্ঞানের অভাব,
জীবনের স্বর্থকতা বৃথাই বাচার।
পরিশ্রমে সফলতা সুন্দর আনন্দ,
সাধনার আরাধনা ভালো আর মন্দ।