ষড় রিপুর যাদুতে নিত্য বশিভূত,
পঞ্চআত্মা পঞ্চভাগে মানব জীবন,
জুয়াড়ী দশ ইন্দ্রিয় খেলে সর্বক্ষণ,
কাম ক্রোধ মোহ মায়া স্বার্থ একত্রিত।
হিংসা বিদ্বেষ জাগ্রত পরনিন্দা পুঁজি,
হস্ত পদ চুক্ষু কর্ণ সুযোগ সন্ধানে,
অতৃপ্ত লোভ লালসা নাসিকা জবানে,
ধন দৌলত অর্জনে ক্ষমতার বাজি।
উদিত রবি শশীর গতি অস্তগামী,
জন্ম মৃত্যু নির্ধারিত বাঁচার সম্ভাব্য,
কুপথে গমণে কেন বিমুখ গন্তব্য,
মদ মাদর্য্যে সংকীর্ণ হীত কার্যে আমি।
হাসি আনন্দ সাজাতে সবাই মাতঙ্গ,
পাপ পঙ্কিল অন্তরে জীবনের সাঙ্গ।