বড় কে
শপথ
ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ কে বড়?
জর্জ ব্যারিষ্টার কত উকিল মোক্তার,
উজির নাজির মন্ত্রী রাজা বাদশার,
সেনাপতি যুদ্ধে জয়ী সৈন্য কারিগর।
গবেষক চিন্তাবিদ মুনিষী বিজ্ঞানী,
দায়িত্ব কর্তব্যে যিনি ন্যায় পরায়ন,
মানুষের পরিচয় স্বার্থক জীবন,
মোড়ল পন্ডিত ভাবে বিচারক জ্ঞানী।।
পেশায় খোঁজে অজ্ঞানী মিথ্যা পরিচয়,
ভাল মন্দ কর্ম কান্ডে নাম যশ খ্যাতি,
সাধনার মহাশক্তি জগত উন্নতি,
জন্মিলে হয়না ভবে মানুষ নিশ্চয়।
জাগ্রত বিবেকে সদা যিনি হুশিয়ার,
বিখ্যাত ধনী মানুষ বড় কে আর???