ভাবিনি কখনো হবে দৈহিক মিলন,
বুকের গহণে তোকে ভালোবেসে স্থান,
হাসি খুশি ভাগাভাগি হৃদয়ের টান,
জীবনের প্রতিধাপে পাশে সর্বক্ষণ।
কামনা বাসনা নেই বিবাহ বন্ধন,
সুখ দুঃখে অংশীদার নিবিড় সম্পর্ক,
কথা কাজের অমিল কাটাকাটি তর্ক,
পছন্দ আশা ভরসা সাহসী ইন্ধন।
যুবক বৃদ্ধ বয়স শৈশব কৈশর,
পৃথিবীর সর্বস্থলে তোকে শুধু খুঁজি,
আনন্দ বেদনা তথা ভাই বন্ধু বুঝি,
নির্বিঘ্নে স্বার্থ ত্যাজিল পবিত্র অন্তর।
পরম শান্তির মাঝে স্পর্শ অনুভূতি,
প্রণয়ের আত্মতৃপ্তি বন্ধুত্বের জ্ঞাতি।