জগতে যাহার লাগি হই গৃহ ত্যাগী,
সেবিতে পরম পতি চরণে আশ্রয়,
চিত্তে অফুড়ন্ত আশা কাটেনা সংশয়,
বিধবার প্রবঞ্চনা বিরহে বিভাগী।
ঘর হইতে বাহিরে স্বামীর সন্ধানে,
মোহরানা দাবী ছাড়া যাচি পয়গাম,
কবুল হয়নি বলে কলঙ্কে দুর্নাম,
পরিবারে ঠাই নেই বিবাহ বন্ধনে।
বুঝলোনা মন কভু কঠিন নির্দয়,
পাষাণের দয়া মায়া অসীম করুণা,
আমার কপালে জোটে অনাদায়ী দেনা,
আদেশ নিষেধ তথা বাধিত নিশ্চয়।
আনুগত্য প্রকাশিতে ঘটে সর্বনাশ,
অভিশাপে পতি দিল চির বনবাস।