পৃথিবীর সৃষ্টিকুলে ফেরারী আসামী,
শাস্ত্র বিধানের লেখা বিশ্বাসে আকড়ে,
ধোকা দিলে পরিচয়ে বোকার অন্তরে,
কি নামে ডাকিব আমি বলে দাও তুমি?
গৌরবে উচ্চ মর্যাদা মানুষের পাশে,
ভক্তি সেজদা পুজাতে সর্বদা স্বরণ,
পরম আত্মীয় ভেবে করিতে বরণ,
অস্তিত্বে আত্মগোপন লজ্জা পাও কিসে?
স্বার্থলোভী দয়াময় দান প্রতিদানে,
নিত্য এই লীলা খেলা শুধু আকারণ,
নিশ্চয় ভাঙ্গিবে ভুল আশার স্বপন,
কেন করিলে সৃজন দায় কোন ঋণে?
ভালবেসে চাই আমি অহংকারী তুমি,
শাসক শোষক বিশ্বে নির্যাতনে স্বামী।