মানবে না কোনদিন যদি বলি বোকা
কথা কর্ম ব্যবহারে যত খাও ধোকা
অভিমানে রাগ জিদ থাকবে বহাল
অস্থির হৃদয়ে তুমি উম্মাদ মাতাল
দু:খ কষ্ট বুকে চেপে অহেতুক তর্ক
সত্য মিথ্যা দিদ্ধা দ্বন্দে প্রকাশিতে ব্যর্থ
কোন কিছু গোপনীয় নিরাপদ ভেবে
আবেগ প্রবনতার চরিত্র স্বভাবে
কৌতুহল মনে তুমি নিজের অস্থিত্ব
হেরে গিয়ে নষ্ট কর আপন ব্যক্তিত্ব
জীবনের ভালো মন্দ চাওনা বুঝিতে
ক্ষনিকের শান্তি সুখে আনন্দে মাতিতে
বৃহৎ স্বার্থ উদ্ধারে ক্ষুদ্র স্বার্থ ভুলে
ভাঙ্গা গড়া হতাশায় সকলি বিফলে