অতৃপ্ত আশায় ভবে ঘুরছে মানুষ
অস্তিত্ব বিহীন মনে অনন্ত পিপাসা
অমৃত সুধা পানের মাতাল বেহুশ
অস্থির হৃদয়ে চায় প্রেম ভালবাসা
আলোর ছায়া সর্বদা আধারে পালায়
হাসি খুশি সুসময়ে হয় বন্ধু বটে
শক্তি সাহসে মানুষ ধরিতে না চায়
অসময়ে পাশে থাকে আপন না জোটে
মায়ার বাধনে যাকে দিবি নিশি পোষে
দায়িত্ব কর্তব্য যদি পালনে উদার
স্বার্থের সন্ধানে যায় ত্যাগে বিনা দোষে
পায়না ভরসা খুজে ভোগে অধিকার
মায়াময় ছায়াসঙ্গী বহুরুপি কত
হৃদয়ে জখম করে বাড়িয়েছে ক্ষত