পাবনা জীবনে যাকে আমি কোনদিন
দুহাত বাড়িয়ে কেন ধরতে গেলাম
বোবা মনে স্বপ্ন দেখে সাজাই রঙিন
কি দামের বিনিময়ে কি আমি পেলাম
মনে প্রানে কেন তাকে খুব ভালোবাসি
সেবা যত্ন দিয়ে শুধু রাখি নিরাপদে
মান ইজ্জত সম্মান তাকে দিব বেশি
চিরদিন রব পাশে বিপদে আপদে
আপ্রান চেষ্টা আমার শ্রেষ্ট উপহার
পবিত্র অন্তরে প্রেম নিত্য আর্শিবাদ
আদর সোহাগ যত আনন্দে দেবার
তুচ্ছ ক্ষুদ্র সস্তা বলে হলো বরবাদ
নগন্য যদিও আমি শ্রেষ্ট আয়োজন
অবহেলা অনাদরে হয়নি গ্রহন