বিভাগী
শপথ
আমারে তুমি দয়াল করিলা বিভাগী,
তিরস্কারে উপহাস সমাজে কলঙ্ক,
নিন্দা ঘৃণা অপবাদে জীবন শশাঙ্ক,
আঁখিজলে বুক ভাসে আজন্ম অভাগী।
জীবন সাজাতে দিলা সুখের স্বপন,
রঙিন স্বাধের আশা সাজানো বাসনা,
পরিপূর্ণ পৃথিবীতে দিয়েছ যন্ত্রণা,
নিরবে নিভৃতে বুকে করুণ রোধন।
অন্ধকারে পথভ্রষ্ট অবুজ অধম,
তুমি জগত মাওলা পারের কাণ্ডারী,
বান্দার প্রতিপালক দয়ার ভিখারী,
সুপথে গমণে কভু করনি রহম।
পরিহাসের জীবন উপহাস ভোগী,
কেন তবে আশরাফ সৃজনে বিভাগী।।